Four including Abhijit-Arjun got central security in the face of poll
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন প্রার্থী অর্জুন সিং, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ চারজন। অর্জুন সিংকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাচ্ছেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। তবে আরও ২ জনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভোটের মুখে মোট চার বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁরা হলেন অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ বর্মন ও তাপস দাস। এদের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। জেড ক্যাটেগরির নিরাপত্তায় কমান্ডো এবং পুলিশ অফিসার মিলিয়ে মোট ২২ জন থাকেন দায়িত্বে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে অর্জুন সিং ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা, ২০২১ সালের সেপ্টেম্বরে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। কিন্তু পরে তৃণমূলে যেতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়। বিজেপিতে ফিরেই ফের নিরাপত্তা পেলেন অর্জুন।