On Friday, the Election Commission condemned AAP leader Atishi Marlena
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার শোকজ করা হল আপ নেত্রী অতিশী মারলেনাকে। কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন, বিজেপির তরফ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে। বিজেপিতে যোগ না দিলে তাকেই গ্রেফতার করা হবে, এমনি নাকি হুমকি পেয়েছিলেন অতিশী। যদিও তার এই বক্তব্যের কোনো সত্যতা আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। এবার অতিশীকে শোকজ করল নির্বাচন কমিশন। ঠিক কি কারণে তিনি এই কথা বলেছেন, তা জানতে চাওয়া হয়েছে আপ নেত্রীর কাছে। সোমবারের মধ্যেই তাকে উত্তর দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেছিলেন, বিজেপিতে গেলে তার সাত খুন মাফ হয়ে যাবে, আর না গেলে বিনা দোষেই তাকে জেলে ঢুকতে হবে। কেন্দ্রীয় এজেন্সি বিজেপির অঙ্গুলিহিলনে কিভাবে চলে, সেটাই বলতে চেয়েছিলেন অতিশী। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কংগ্রেসের অ্যাকাউন্ট নির্বাচনের আগে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তোলেন দিল্লির এই মন্ত্রী।