AAP is conducting a ‘temporary hunger strike’ across the country against Kejriwal’s arrest
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরুদ্ধে রবিবার গোটা দেশ জুড়ে ‘সাময়িক অনশন’ কর্মসূচি পালন। আপ নেতা গোপাল রাই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়ালকের গ্রেপ্তারির প্রতিবাদে তাদের এই কর্মসূচি। তিনি বলেন, এই কর্মসূচির অংশ হিসাবে দিল্লির যন্তরমন্তরে আপের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছে। বহু দলীয় কর্মীও সেখানে উপস্থিত হয়েছেন। এমনকি বহু মানুষ কেজরিওয়ালের সমর্থনে নিজেদের বাড়িতে এই কর্মসূচি পালন করছেন। দিল্লি পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়ালকে। আপের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে আপকে বিপাকে ফেলার জন্য মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে কেজরিওয়ালকে। গত ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করেন বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলো। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হন বিরোধী নেতারা। তবে জেলে থাকলেও মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেননি আপ প্রধান। জেলের ভিতর থেকেই তার মন্ত্রিসভার সদস্যদের বার্তা পাঠাচ্ছেন তিনি।