Saudi Arabia has submitted a bid to host the 2034 World Cup
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য সরকারিভাবে আবেদন জানালো সৌদি আরব ফুটবল ফেডারেশন। গত বছর অক্টোবর থেকেই শোনা যাচ্ছিল যে দশ বছর পর বসতে চলা ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী তারা । ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরকে সই করিয়েছে সৌদির ক্লাব আর নাসের। এরপরই করিম বেনজেমা, নেইমারের মতো তারকারা ছুটেছেন সৌদিতে। ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য যে পরিমাণ স্পটলাইট এর দরকার ছিল সবটাই পেয়ে গেছে সৌদি আরবিয়া। তাই নতুন স্লোগান তৈরি করে তারা ফুটবল বিশ্বকাপের জন্য সরকারিভাবে আবেদন পত্র জমা দিল। চলতি বছরের শেষেই সৌদি আরবের এই আবেদনে সিলমোহর দিতে চলেছে ফিফার গভার্নিং বডি। ২১১ জন মেম্বার সদস্য ভোট দেবেন সৌদির হয়ে। এখনো ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। ২০৩৪ সালে নভেম্বর ডিসেম্বরে হতে পারে বিশ্বকাপ। ৪৮ টি দল খেলবে সেই বিশ্বকাপে। এককভাবেই সৌদি আরবিয়া বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নিচ্ছে। বিশ্বকাপের কয়েকটি ম্যাচ তারা ভাগ করতে পারে প্রতিবেশী দেশের সঙ্গেও। ২০২৬ বিশ্বকাপ আয়োজন হবে আমেরিকা কানাডা এবং মেক্সিকোয় । ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজন হবে স্পেন, পর্তুগাল , মরক্কো , আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে। যেহেতু ২০৩০ সালে আফ্রিকা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা একসঙ্গে বিশ্বকাপে আয়োজন করবে, তাই ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজনের সুযোগ থাকবে এশিয়ার কোন দলের কাছে। সেই মতই সৌদি আরবিয়া আবেদন জানাচ্ছে বিশ্বকাপ আয়োজনের।