Arjun Singh blesses Mukul Roy’s house by touching his feet before the polls
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুক্রবার দুপুরে কাঁচরাপাড়ার বীজপুরে মুকুল রায়ের বাড়ি পৌঁছন অর্জুন। মুকুল রায়কে ফুলের তোড়া দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী। দীর্ঘদিনের সতীর্থকে আশীর্বাদ করলেন বর্ষীয়ান নেতাও। মুকুলের সঙ্গে সাক্ষাতের কথা নিজের সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন অর্জুন সিং।
মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে অর্জুন সিং জানান, বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনার আশীর্বাদ নিলাম। ওনার সঙ্গে বহু পুরানো সম্পর্ক। আমি ওনার সুস্থতা কামনা করলাম।