December 12, 2024 3:40 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 3:40 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

2024 Budget : টানা ষষ্ঠ বার বাজেট, পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#2024 budget#present#union finance minister#

Union Finance Minister Nirmala Sitharaman is going to present the sixth budget in a row

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি পেশ হবে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। তাকে ঘিরে এক নজিরের মুখে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রাক্তনঅর্থমন্ত্রীদের মধ্যে অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিন্‌হার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের।যাঁরা টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন। নির্মলা ঠাঁই পাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশে। দু’দফায় অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন তিনি। অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট বুধবার রাজধানীতে নর্থব্লকে অর্থ মন্ত্রকের দফতরে হয়েছে হালুয়া উত্‍সব। নিয়ম অনুসারে, মন্ত্রকের কর্তা এবং বাজেট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে হালুয়া বিতরণের পরেই মন্ত্রকের ভূগর্ভের প্রিন্টিং প্রেসে শুরু হয় বাজেট বই ছাপার কাজ। এর পরে বাজেট পেশ না হওয়া পর্যন্ত বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেন না তাঁরা। থাকতে হয় মন্ত্রকের নির্দিষ্ট ঘরেই। তবে গত কয়েক বছরের মতো এ বারও বৈদ্যুতিন মাধ্যমে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথা ভেঙে কোনও কোনও ক্ষেত্রে মানুষকে রাজনৈতিক বার্তা দেওয়া বা ভোটের আগে সাধারণের জন্য বিভিন্ন সুবিধা ঘোষণার দেখাও মেলে।কৃষকদেরকে নগদ দেওয়ার ঘোষণার মাধ্যমে ঠিক যেমনটা হয়েছিল গত অন্তর্বর্তী বাজেটে।এ বছর অবশ্য ‘চোখ ধাঁধানো’ কোনও ঘোষণা হওয়ার সম্ভাবনা অবশ্য আগেই উড়িয়ে দিয়েছেন নির্মলা। জানিয়েছেন, নির্বাচনের আবহে ভোট অন অ্যাকাউন্টের সময়ে বিশাল কোনও ঘোষণা হয় না।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top