12 MP’s took oath in Rajya Sabha
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় শপথ গ্রহণ ১২জন সাংসদের। বুধবারই ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবসরের দিন। আর সেই দিন থেকেই সংসদে পথ চলা শুরু হল ১২ জন সাংসদের। রাজ্যসভার চেয়ারম্যান জগদিপ ধনকরের উপস্থিতিতে সপথ গ্রহন করেন নতুন সাংসদরা। মোট ৫৩ জন রাজ্যসভার সংসদের চেয়ার ফাঁকা ছিল। কারণ ২ ও ৩ এপ্রিলে অবসর নেন এবং মেয়াদ শেষ হয় ৫৩ জনের। নতুন ১২ জন সাংসদের তালিকায় রয়েছেন ধর্মশীলা গুপ্ত, মনোজ ঝাঁ, সঞ্জয় যাদব, জিএল ঢোলাকিয়া, সুভাষ চন্দ্র, হর্ষ মহাজন, জিসি চন্দ্রশেখর, এল মুরুগান, অশোক সিং, চন্দ্রকান্ত হান্দরে, মেধা কুলকার্নি এবং সাধনা সিং। যদিও এই তালিকায় বাংলার কোনো মুখ নেই।