December 12, 2024 2:12 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 2:12 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

1,11,111 kg special laddu: রামনবমীতে রামমন্দিরে যাবে ১,১১, ১১১ কেজির লাড্ডু!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

1, 11, 111 kg laddu will go to Ram Mandir on Ram Navami!

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার ১৭ এপ্রিল রাম নবমী। অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে গিয়েছে। রাম মন্দিরেই রামনবমী উদযাপন করার নতুনত্ব রাখা হয়েছে। রাম নবমীতেই বিশেষ রেকর্ড গড়তে চলেছে রাম মন্দির। রাম নবমীকে বিশেষ করে তুলতে রাম মন্দিরে পাঠানো হবে ১,১১,১১১ কেজি লাড্ডু প্রসাদ রূপে। বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। প্রসাদ স্বরূপ এই ১,১১,১১১ কেজি লাড্ডু যা ভক্তদের মধ্যে বিতরণ করা হবে।

মনে করা হচ্ছে রাম নবমী উপলক্ষে লাখ লাখ ভক্ত ভিড় জমাতে পারেন। সেই জন্যই বিশেষ নির্দেশিকা জারি করেছে রাম মন্দির ট্রাস্ট।

সেই নির্দেশিকা গুলো হলো :-

•১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সব পাস বাতিল করা হয়েছে।

•বাতিল হয়েছে রামলালার দর্শন ও আরতির পাসও। সেই কারণে কয়েক দিনের জন্য ভিআইপি দর্শন বন্ধ থাকবে। •মন্দিরে মোবাইল ফোন না আনতে আবেদন করেছে দর্শনার্থীদের কাছে।

•মন্দির চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

•১৬, ১৭ এবং ১৮ এপ্রিল দর্শনার্থীদের জন্য রামলালার দর্শনের সময় বাড়িয়ে ২০ ঘন্টা করা হয়েছে।

•রাম নবমী উপলক্ষ্যে বিপুল সমাগম হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। তাই প্রত্যাশিত ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শনার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

রাম নবমী উপলক্ষ্যে রামলালার কপালে ঠিক দুপুর ১২ টার সময় সূর্যের আলো এসে পড়বে। যা রামলালার কপালে এঁকে দেবে সূর্যতিলক। বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণায় এই কাজ সম্ভব হবে। বিজ্ঞান সম্মত ভাবে সূর্য রশ্মিকে রামলালার কপালে প্রতিফলিত করাতে হবে নির্দিষ্ট সময়েই। চার মিনিটের জন্য রামলালার কপালে স্থায়ী হবে এই তিলক। এই টি ভক্তদের দেখানোর জন্যে অযোধ্যায় ১০০ টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হবে। রামলালা কপালে সূর্যের আলোর প্রতিফলিত হওয়ার এই ঘটনা লাইভ টেলিকাস্ট করা হবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top