Raj Bhavan appointed vice-chancellor in 6 universities
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যাদবপুরের অস্থায়ী উপাচার্য নিয়োগ করল রাজভবন। দীর্ঘদিন ধরেই রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত এই নিয়ে। শুধু যাদবপুরই নয় রাজ্যের আরো পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করল রাজভবন। যাদবপুরের অস্থায়ী উপাচার্য পদে আসলেন ভাস্কর গুপ্ত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নাম ঘোষণা করলেন রাজ্যপাল। মঙ্গলবারই রাজ্যের তরফে দেওয়া হয়েছিল প্রস্তাবিত নাম। তার মধ্যে থেকেই মোট ৬ জনকে বেছে নিলেন রাজ্যপাল। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হলেন পবিত্র চ্যাটার্জী। দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হলেন প্রেম পোদ্দার। এছাড়াও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে এলেন তপন কুমার, বিশ্বাসরানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসলেন আশুতোষ ঘোষ। ঝাড়গ্রামের সাধু রাম মুর্মু বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হলেন অমিয় কুমার পান্ডাআদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যের পাঠানো তালিকা থেকেই উপাচার্য বেছে নেবেন আচার্য তথা রাজ্যপাল। এক্ষেত্রে তিনিই যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, তাই রাজ্য বা রাজ্যের কোনো মন্ত্রক নিজেদের মতো করে উপাচার্য নিয়োগ করতে পারবে না।