July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Supreme court :২ বিচারপতির ‘বেনজির সংঘাত’, বিচারপতি সেন ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
supreme court#two judges#conflict#stay order#

2 Judges ‘conflict’, Supreme Court suspends orders of Justice Sen and Justice Gangopadhyay

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দাখিল করলো রাজ্য সরকার।রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ। আগামী সোমবার শুনানি। বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি মনে করেন মামলায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে নির্দেশ নামা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি-ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বিশেষ বেঞ্জ। কোন উন্নতি ছাড়া ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে পারেনা জানালেন কেন্দ্রীয় সলিসিটার জেনারেল। সাধারণ পরিস্থিতিতে বাড়ি ভাঙ্গা বা ফাঁসির ক্ষেত্রে মৌখিক নির্দেশ দিতে পারে কোর্ট।বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সৌমেন সেন ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় সেই সম্পর্কিত বিষয় নিয়ে আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশনামায় উল্লেখ করেছিলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তাঁর চেম্বারে বিচারপতি অমৃতা সিংহকে ডেকে পাঠান। সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিংহকে নির্দেশ দেন। বিচারপতি সেন বলেন, ”অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যত্‍ রয়েছে। তাঁকে বিরক্ত করা চলবে না।” এ ছাড়াও তিনি জানান, বিচারপতি সিংহের এজলাসের ‘লাইভ স্ট্রিমিং’ বন্ধ করতে হবে। নিয়োগ দুর্নীতির দু’টি মামলা খারিজ করতে হবে বলেও নাকি তিনি জানিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে ওই সব নির্দেশ দিয়েছেন। দুই বিচারপতির এই বেনজির সংঘাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। শনিবার ছুটির দিনে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ বসে। জানানো হয়, মেডিক্যাল মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপ্রক্রিয়া সোমবার পর্যন্ত স্থগিত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top