রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
২৩ সপ্তাহের যুবতীর গর্ভপাতের নির্দেশ দিলেন বিচারপতি সভ্যসাচি ভট্টাচার্য্য।
মামলাকারীর আইনজীবী গৌতম দে আদালতে জানিয়েছেন কলকাতা গলফগ্রীন এলাকার ২৭বছরের যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এলাকার এক যুবক বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ২৮জুলাই ২০২৩সালে। ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ২১সপ্তাহ মাথায় গত ১৮ই জানুয়ারি ২০২৪, সালে জানতে পারে সে গর্ভবতী। এর পরেই ওই ধর্ষিতার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন।
ওই যুবতীর ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৩ সপ্তাহে গর্ভপাতের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। অভিযুক্ত নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পান।এম আর বাঙুর হাসপাতালের গাইনোকোলজিস্ট বিভাগের ২ বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন শিশু বিভাগের চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করে ওই ওই যুবতীর গর্ভপাত করার নির্দেশ দেন বিচারপতি।পাশাপাশি ওই যুবতীর শারীরিক কোন সমস্যা যাতে না হয় তাও নিশ্চিত করবেন এম আর বাঙ্গুর এর চিকিৎসকরা।
ওই যুবতি কেমন রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের।