The 14-hour marathon search is over. ED officials came out from Fire Minister Sujit Bose’s Sribhumi house. A little before 9 p.m
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি শেষ। দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়ি থেকে বেরলেন ইডি আধিকারিকরা। রাত ৯টার সামান্য আগে বেরিয়ে যান তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তিনি পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যা যা প্রশ্ন করা হয়, তার সমস্ত জবাব দিয়েছেন মন্ত্রী। সবরকম সহযোগিতা করেছেন। কার্যত সুজিত বসুকে ‘সার্টিফিকেট’ দিলেন কেন্দ্রীয় আধিকারিকরা। ইডি বেরনোর তার পরই বাড়ির বাইরে আসেন সুজিত বসুও । দিনভর ইডি আধিকারিকদের সহযোগিতা করতে তাঁকে বাড়িতেই থাকতে হয়। বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার একাধিক কর্মসূচি ছিল সুজিত বসুর। ইডি তল্লাশির কারণে কোথাও বেরতে পারেননি তিনি। ইডি আধিকারিকরা তাঁকে জানিয়েছিলেন, যতক্ষণ তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলবে, ততক্ষণ মন্ত্রীকেও বাড়িতে থাকতে হবে। তাই সমস্ত কর্মসূচি বাতিল করতে হয় তাঁকে। তাই এদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন দমকল মন্ত্রী।