Shivam Dubey took advantage of Hardik Pandya’s injury.
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যেতেই সুযোগ সদ ব্যবহার করেছেন শিবম দুবে। দুই ম্যাচে সুযোগ পেয়েই দুরন্ত ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন। প্রথম ম্যাচে বোলিং ভালো করলেও দ্বিতীয় ম্যাচে একটু বেশি রান দিয়ে ফেলেন শিবম। তবে নেন একটি উইকেট। কিন্তু ব্যাট হাতে নামতেই সব পুশিয়ে দেন শিবম। ৩২ বলে করেন ৬৩ রান। ইনিংস সাজানো ছিল 4টি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন়্ডারিতে। একটা সময় মহঃ নবিকে টানা তিন বলে তিনটি ছয় মারেন শিবম। দশম ওভারেই আফগানদের ত্রাস হয়ে উঠেছিলেন মুম্বইয়ের এই ব্যাটার। চেন্নাই দলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার পর থেকেই তার খেলা অনেকটাই বদলেছে। আগের মতো ভুল শট সিলেকশন করা নয়। বরং স্ট্রেট ব্যাটেই খেলছেন শিবম। টি20 বিশ্বকাপের দলে তিনি যে অপরিহার্য অঙ্গ হয়ে উঠতে চলেছেন সেটাই বুঝিয়ে দিলেন ৩০ বছর বয়সি এই অরাউন্ডার।