রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
হাইকোর্টের ২ বিচারপতির বেনজির সংঘাত উসমাত প্রকাশ করলেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার এজ্লাস ছাড়ার সময় হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংঘাত প্রসঙ্গে প্রধান বিচারপতি টিএস শিবগ্নানাম এই আদালতের দুই বিচারপতির মধ্যে সংঘর্ষের বিষয়ে তার বিরক্তি প্রকাশ করেন।
যদিও প্রধান বিচারপতি কারও নাম না করেন, তবে তিনি পর্যবেক্ষণ করেছেন যে এটি আইনের মন্দিরে কাম্য নয়।
এটি দেশের একটি প্রধান হাইকোর্ট, এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
তবে আদালত পর্যবেক্ষণে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আদালত তার সর্বোচ্চ চেষ্টা করবে।
এই পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুশোচিত। প্রসঙ্গত, গত শুক্রবার মেডিকেল কলেজ ভর্তি সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত মামলার শুনানি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন কে এফআইআর দায়ের করে মামলা তদন্ত করার নির্দেশ দেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ফের তারা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন। বিচারপতি সৌমেন সেন ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের উপর স্থগিতাদের জারি করেন। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক মন্তব্য করেন। কলকাতা হাইকোর্ট চাটার্ড কোর্ট দুই বিচারপতির বেনজির সংঘাতের কারণে সুপ্রিম কোর্ট শত প্রণোদিতভাবে মামলা রুজু করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এর নেতৃত্বে পাঁচ বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়। শনিবার ছুটির দিনেও সুপ্রিম কোর্টে এ বিষয়ে দ্রুত শুনানি হয়। সেই শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলার স্থগিতাদেশ জারি করে। সোমবার মামলার শুনানিতে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করে নেন।