After killing his wife, the husband cut the body into six pieces! In fear of the police, the pieces of the body were thrown into the canal
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে নুরুউদ্দিন মন্ডল তার স্ত্রী সায়রা বানুকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ৬টুকরো করে খালে জলে ভাসিয়ে দিল বলে অভিযোগ। পুলিশের হাতে ধরা পরে যাওয়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা করলে শেষ রক্ষা হয়নি। গ্রেপ্তারির পর অভিযুক্তের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খাল থেকে দেহাংশ উদ্ধার করছে পুলিশ। মৃতের নাম সায়রা বানু। তাঁর স্বামী নুরউদ্দিন মণ্ডল। দিনকয়েক আগে বছর পঞ্চান্নর নুরউদ্দিন মধ্যমগ্রাম থানায় স্ত্রী সায়রা বানুর নামে একটি নিখোঁজ ডায়েরি করেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থেই বেশ কয়েকবার নুরউদ্দিনকে জেরা করে পুলিশ। সেই সময় বক্তব্যে অসংগতি পান তদন্তকারীরা। এরই মধ্যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নুরউদ্দিন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদের পর
নুরউদ্দিন স্বীকার করে নেয় যে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে সে। এবং তথ্য প্রমাণ লোপাটে দেহ ৬ টুকরো করে খালে খালে ফেলে দেয়, যাতে পুলিশের সন্দেহ না করে।নুরউদ্দিন সে কারণেই নিজেই নিখোঁজ ডায়েরি করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহাংশ উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর।কিন্তু কী কারণে এই নৃশংসতা? তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে।