Australian cricketer Steve Smith is now focusing on tennis rather than cricket
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে এবার টেনিসে মনোনিবেশ করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ। না মানে, তিনি টি20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন অবশ্যই। তবে বছর শুরুর প্রথম গ্র্যান্ডস্লামের আগে একটু নিজের টেনিস স্কিলও ঝালিয়ে নিলেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। আর তাও এক্কেবারে বিশ্বের সেরা টেনিস তারকা নোভাক জকোভিচের সঙ্গে। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনের উদ্বোধনের আগে সার্বিয়ান তারকার সঙ্গে টেনিস খেলায় মাতলেন অজি অলরাউন্ডার স্টিভ স্মিথ। বুঝিয়ে দিলেন স্রেফ ক্রিকেটেই নয়, অন্যান্য খেলাতেও তিনিই পারদর্শি অলরাউন্ডারের মতোই।