July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুসংবাদ লালহলুদের, নর্থইস্ট ম্যাচে থাকছেন মহেশ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#good# #news# #for# #eastbengal

Good news for Eastbengal, Mahesh is staying in the North East match

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : নর্থ ইস্ট ম্যাচের আগে সুসংবাদ ইস্টবেঙ্গল শিবিরে। সুস্থ নাওরেম মহেশ সিং। ডার্বির দিন চোট পেয়েছিলেন তিনি। নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তখনই জানা গেছিল চোট গুরুতর নয়। তবে পরের ম্যাচেই তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে ছিল সংশয়। যদিও সব জল্পনায় অবসান ঘটলো। হাতে এখনও ৬ দিন সময় আছে। আগামী শনিবার মাঠে নামবে ফের ইস্টবেঙ্গল। সেই ম্যাচে তাই ফুল ফিট মহেশকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কুয়াদ্রত। ইস্টবেঙ্গল কোচ অবশ্য হতাশ ডার্বিতে পয়েন্ট নষ্ট হওয়ায়। নিশ্চিত জেতা ম্যাচ রক্ষণের ভুলে ও রেফারির ভুল সিদ্ধান্ত হাতছাড়া হয়েছে। এর আগে ওড়িশার বিপক্ষে মুর্তাদা ফল এর ফাউল ও রেফারি ভুল সিদ্ধান্ত নেওয়ার, সেবার সুবিধা পেয়েছিল ইস্টবেঙ্গল। ফলে রেফারিং নিয়ে খুব বেশি বলে যে লাভ নেই সেকথা ভালই জানেন লালহলুদ কোচ। বরং মাঠের জবাবটা দিতে চান স্প্যানিশ কোচ।

রবিবার রাতেই কলকাতায় চলে আসছেন ললহলুদের পঞ্চম বিদেশি ভিক্টর ভাজকুয়েজ। যিনি আবার খেলেছেন মেসির সঙ্গেও। ফলে তিনি দলের সঙ্গে মানিয়ে নিতে পারলে এই ইস্টবেঙ্গল দলকে যে রোখা অনেক দলের কাছেই চ্যালেঞ্জ হয়ে যাবে সেকথা বলার অপেক্ষা রাখে না। তাই ডার্বির পয়েন্ট নষ্ট ভুলে সামনের দিকেই তাকাতে চাইছেন কোচ। উল্লেখ্য মোহনবাগানের করা প্রথম ও দ্বিতীয় গোলের সময় রক্ষণ কেন এত জায়গা দিল ফুটবলারদের। সাদিকুকে কেন মার্কিং করা হল না। দ্বিতীয় গোলের ক্ষেত্রে কেন বক্সের ভিতরের বল আগেই ক্লিয়ার করা হল না, সেই সব বিষয় নিয়েই আপাতত ভাবছেন লালহলুদ কোচ। পার্দো আগের দিন ব্লকিং এবং ফ্রন্ট পাস খুব ভালো দিয়েছেন। নতুন জায়গায় মানিয়ে নেওয়ায় কুয়াদ্রতের কাজটা সহজ হয়েছে। দ্বিতীয় লেগ থেকে এবার যত বেশি সম্ভব পয়েন্ট তুলে সুপার সিক্সে জায়গা পাকা করাই লক্ষ্য ইস্টবেঙ্গলের।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top