Igor Stimach, the head coach of the Indian football team, has started a new calculation.
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার রয়েছে এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ।অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হারের পর কিছুটা মন খারাপ ফুটবলরাদের। কিন্তু মনোবল ভেঙে গেলে,, যে ল়ড়াইটা তারা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালি দলের বিরুদ্ধে দিয়েছে, তার থেকে পজিটিভ কিছুই বেরোবে না। তাই সুনীলদের কোচ ফুটবলারদের বাড়তি সময় দিচ্ছেন ভোকাল টনিকে। বারংবার বোঝাচ্ছেন অস্ট্রেলিয়ার মতো কঠিন দলের বিপক্ষে ছাংতে, সন্দেশদের দুরন্ত লড়াই নৈতিকতার দিক থেকে ভারতকেই এগিয়ে রাখছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে যদি ডিফেন্সে জড়তা না থাকত, তাহলে পয়েন্ট নিয়েও মাঠ ছাড়তে পারতেন ফুটবলাররা। ফলে সামনের দিকেই সন্দেশ, শুভাশিসদের তাকাতে বলছেন। উজবেকিস্তান দলেও উচ্চতা সম্পন্ন অনেক ফুটবলার রয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচে এরিয়াল বল আটকাতে বেশি উচ্চতার ফুটবলারদের রেখে ডিফেন্সিভ প্ল্যান করেছিলেন স্টিম্যাচ। সেদিক থেকে তার স্ট্র্যাটেজি সফল। উজবেকিস্তানের শেষ পাঁচটি ম্যাচ দেখেছেন স্টিম্যাচ। ভিডিও ক্লাসে কিভাবে উজবেকিস্তানকে আটকাবে তা বলে দিয়েছেন ক্রোয়েশিয়ার ভদ্রলোক। অস্ট্রেলিয়া ম্যাচের মতো ডিফেন্সিভ নয়, উজবেকিস্তানের বিপক্ষে আরেকটু আক্রমনাত্মক যেতে চলেছেন স্টিম্যাচ। অঙ্কের বিচারে ভারতের কাছে এখনও পরের রাউন্ডের সুযোগ রয়েছে। কারণ গত ম্যাচে উজবেকিস্তানও ড্র করায় তাদের কাছেও এই ম্যাচ মাস্ট উইন। সুনীলরা যদি উজবেকিস্তানের সঙ্গে ড্রও করতে পারেন, তাহলেও কিছুটা সুবিধা পাবে ভারত। কারণ পরের ম্যাচে সিরিয়াকে হারালেই নকআউটে যাওয়ার সুযোগ থাকবে। যদিও অস্ট্রেলিয়া উজবেকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তবুও সুযোগ তো একটা থাকবেই। আপাতত সেই সব অঙ্ক কষেই বৃহস্পতিবার দল নামাতে চলেছেন ইগর স্টিম্যাচ।