Abhishek’s presence was announced in pictures and posters, not in person
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের আরেক একবার পথে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকেই অর্থাত ২রা ফেব্রুয়ারি কলকাতার রেড রোডে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রিয় বঞ্চনার প্রতিবাদে এখনও চলছে সেই ধর্না কর্মসূচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করেছেন দিল্লী সফর। বেশ কয়েকদিন কেটে গেলেও ধর্না মঞ্চের ধারে কাছে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি উপস্থিত থাকবেন কি না তৃণমূল কর্মী সমর্থকরা নিশ্চিত নন। অথচ এই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লী এবং কলকাতা রাজভবনের সামনে অবস্থানে বসেছিলেন।
মঙ্গলবার দুপুর গড়াতেই ধর্না মঞ্চের একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউট। দুদিন ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকেই ফিরে কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে দেখা করতে যান অভিষেক। তারপরেই এই কাটআউট ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।