রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশখালির ঘটনায় হাইকোর্টে সাময়িক স্বস্তিতে ইডি আধিকারিকরা। অন্তর্বর্তীকালীন নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। রেশন বন্টন দুর্নীতির মামলায় তদন্ত করতে গিয়েছিল ইডি আধিকারিকরা। গত শুক্রবার ৫ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হতে ইডির তিন আধিকারিকদের আক্রান্তের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় পুলিশের এফআইআর (FIR)দায়ের করে বেশ কয়েকজনকে জামিন যোগ্য ধারায় গ্রেফতার করে। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালানোর জন্য পৃথক শত প্রণোদিত মামলা রুজু করে। যদি সেই মামলায় যে ধারা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে সেগুলো সবই জামিন অযোগ্য। মূলত পুলিশের সাথে বিরোধ বেড়েছে তদন্তকারী আধিকারিকদের। বিডি তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার পাশাপাশি পুলিশের করা এফআইআরের কপি না দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি রাজাশেখর মান্থার এজ্লাসে পৃথকভাবে দুটি মামলা দায়ের হয় সন্দেশখালীর ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনটি পৃথক খুনের মামলা যা পুলিশ এবং সিআইডি তদন্ত করছিল। সেই মামলায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবাররা।
ইডি আধিকারিকদের অভিযোগ সন্দেশখালিতে তৃণমূল নেতার শেখ শাহজাহানের অনুগামীদের ইডি আধিকারিকদের ওপরআক্রমণের ঘটনায় পুলিশ নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করেনি। ইডি আধিকারিকদের বিরুদ্ধে শত প্রণোদিত হবে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এফ আই আর এর কপি এখনো পর্যন্ত তুলে দেওয়া হয়নি ইডি অধিকারীদের হাতে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে রক্ষাকবচ্যে আবেদন জানায় ইডি। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোন আইনি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ এই মর্মেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। এই সময়ের মধ্যে ইডি আধিকারিকদের যেমন তলপ করতে পারবেনা পুলিশ পাশাপাশি তাদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপও করতে পারবে না পুলিশ।