Will Shreyas Iyer’s injury give Sarfraz Khan a chance to prove himself in the Indian team?
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। বাংলার বহুল প্রচলিত এই প্রবাদ। শ্রেয়স আইয়ারের চোট কি ভারতীয় দলে সরফরাজ খানের কাছে সুযোগ এনে দেবে নিজেকে প্রমাণের। স্কোয়াডে নাম থাকলেও গত টেস্টে খেলা হয়নি সরফরাজ খানের। দীর্ঘদিন ভারতীয় দলে ব্রাত্য থাকার পর অবশেষে তিনি সুযোগ পাওয়ায় মনে করা হয়েছিল হয়ত দ্বিতীয় টেস্টেই তাকে দেখতে পাওয়া যাবে। কিন্তু সেই সুযোগ পাননি সরফরাজ। অভিষেক হয় আরেক মিডল অর্ডার ব্যাটার রজত পতিদারের। কিন্তু রজতও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। দুই ইনিংসে বড় রান করতে পারেননি রজত। তৃতীয় টেস্টের আগে চোট পেয়ে ছিটকে গেছেন শ্রেয়স আইয়ার। যিনি নিজেও অফ ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছিলেন। শ্রেয়সের এই ছিটকে যাওয়াই যে ভারতীয় দলের দরজা খুলে দিতে পারেন মুম্বইয়েরই আরেক ব্যাটার সরফরাজ খানের কাছে। গত কয়েক বছর ধরেই রণজিতে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে আসছেন সরফরাজ। যদিও শ্রেয়স চোট পেয়ে ছিটকে গেলেও এই স্পটের জন্য লড়াইয়ে রয়েছেন চোট কাটিয়ে ওঠা লোকেশ রাহুলও। বিরাট কোহলি তৃতীয় টেস্টেও খেলবে না। ফলে মিডল অর্ডার ভারতীয় দলের মোটেই শক্তপোক্ত নয়। শ্রেয়সও ছিটকে যাওয়ায় আদৌ দুই নবাগত রজত পতিদার, সরফরাজ খানের ওপর মিডল অর্ডাররে দায়িত্ব টিম ম্যানেজমেন্ট দেবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছেই।