“Take winter clothes with you” – Sujit Bose and Tapas Roy, Suvendu Adhikari taunted Kunal Ghosh
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সাত সকালেই দরজা খুলতেই তৃণমূলের মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ইডি আধিকারিকরা। যা নিয়ে বেজায় চটেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির নির্দেশে এভাবে হেনস্তা করা হচ্ছে বলে ফের দাবি করে প্রশ্ন তুললেন, কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি হচ্ছে না? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রীপার্থ চট্টোপাধ্যায় , ভীষণ বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, বেআইনি অর্থ লগ্নী সংস্থার বিষয়ে মদন মিত্র, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মানিক ভট্টাচার্য-সহ একাধিক তৃণমূল নেতার বাড়িতে বিভিন্ন সময়ে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাসিবিআই ও ইডি আধিকারিকরা। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ অনেকে ভিন্ন মামলায় গ্রেপ্তারও হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির কাছে। শুক্রবার সাতসকালে আচমকা সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীর একাধিক ঠিকানায় হানা দেয় ইডির আধিকারিকরা। একের পর এক তৃণমূল নেতাদের বাড়িতে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তল্লাশি অভিযান প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির নিদের্শে হচ্ছে। বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট পাঠিয়ে দিচ্ছে ইডি-সিবিআইকে। তার পর তল্লাশি হচ্ছে। মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে নেতীবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে।” এর পরই কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন ইডি-সিবিআই শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে না। এদিকে তল্লাশি নিয়ে শুভেন্দু বলেন, “চোরেদের বাড়িতে ইডি যাবে। অয়ন শীলের বাড়িতে যে হার্ড ডিস্ক ও তালিকা পাওয়া যায় তার পরিপ্রেক্ষিতে সিবিআই হাই কোর্টে কেস করে। তার পরিপ্রেক্ষিতে আলাদা করে মামলা হয়। এখন পুরনিয়োগ মামলায় ইডি-সিবিআই তল্লাশি করছে। সিবিআই যাদের সঙ্গে কথা বলে তথ্য পেয়েছে এবার তাঁদের কাছে ইডি।” নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত সুজিত বসু, দাবি করলেন শুভেন্দু।