West bangal
নিজস্ব সংবাদদাতা:
নরেন্দ্রপুরের বলরামপুর স্কুলের ঝামেলার ঘটনায় আগামী দুদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ এসপিকে। বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্তে কি উন্নতি হয়েছে তা জানাতে নির্দেশ।
*বলরামপুর এমএন হাইস্কুলের প্রধান শিক্ষক স্কুলের আলমারির চাবি তার ভাই যিনি ঐ স্কুলের প্যারাটিচার তার হাত দিয়ে পাঠিয়েছেন। সেটি বর্তমানে স্কুলের এক কর্মচারীর কাছে রাখা হয়েছে।
*স্কুলের ঘটনায় শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর ও এসিস্ট্যান্ট ডাইরেক্টরকে নতুন করে তদন্ত করে রিপোর্ট দিতে হবে।মাধ্যমিক পরীক্ষার পর ৭ দিনের মধ্যে তদন্ত করে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করতে হবে আদালতে।
অডিট রিপোর্ট খতিয়ে দেখতে নির্দেশ।যদি কিছু খামতি থেকে থাকে পরে আদালত নতুন অডিটর নিয়োগ করতে পারে মন্তব্য বিচারপতি বসুর।
*এসপি জানালেন ডিএসপির নেতৃত্বে একটা টিম কাজ করছে। এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।আগামী দুদিনের মধ্যে আশা করছি ইতিবাচক ফল পাওয়া যাবে।মুল অভিযুক্তদের গ্রেফতার করা যাবে বলে মনে করছি জানালেন বিচারপতি বসু।