Jadavpur University authorities have taken innovative steps to stop ragging in Jadavpur.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যাদবপুরে র্যাগিং রুখতে অভিনব পদক্ষেপ গ্রহণ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর স্বপ্নদীপের মৃত্যুর পরই যাদবপুর বিশ্ববিদ্যালয় শিরোনামে উঠে এসেছিল, যদিও সেই নিয়েও প্রথমে রাজনৈতিক দলের যুব সংগঠনের মধ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছিল। অথচ যে ছেলেটি স্বপ্ন নিয়ে এখানে পড়তে এসেছিল, তারা দাদাদের হাতে কার্যত র্যাগিংয়ের শিকার হয়ে, শেষ পর্যন্ত মৃত্যু হয়। এরপর বদল হয়ে উপাচার্যের। শেষ পর্যন্ত সিনিয়র স্টুডেন্টদের নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাঁরা স্পষ্টতই জানিয়ে দিল, এবার থেকে পড়াশোনা শেষ হলে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ার হোস্টেল রুম ছেড়ে দিতে হবে সাত দিনের মধ্যেই। গবেষণার জন্য দেওয়ার হোস্টেল রুম ছাড়তে হবে এক মাসের মধ্যে। অনেকক্ষেত্রেই দেখা যায়, বছরের পর বছর ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুম আটকে রাখেন পাশ করে যাওয়া সিনিয়র দাদারা, আর সেখান থেকেই সূত্রপাত হয় র্যাগিংয়ের। তা রুখতেই এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়।