T Dileep praises Rohit’s fielding
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে দুরন্ত ফিল্ডিং করেছেন ভারতীয় ক্রিকেটাররা। শ্রেয়স আইয়ার ব্যাট গোটা টেস্টে নজর কাড়তে ব্যর্থ হলেও ফিল্ডিংয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন তিনি। বিশেষ করে প্রথম ইনিংসে ভয়ঙ্কর হয়ে ওঠা জ্যাক ক্রলির ক্যাটের সময় দুরন্ত ডাইভ দিয়েছিলেন। অক্ষর প্যাটেলের বলে ওঠা ক্রলির ক্যাচ ধরতে পিছনের দিকে অনেকটা দৌড়ে গিয়ে বল তালুবন্দী করেছিলেন শ্রেয়শ। দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে বড় রানের লক্ষ্যমাত্রাও দুরন্তভাবেই চেজ করার চেষ্টা চালাচ্ছিল ইংল্যান্ড দল। কিন্তু এখানেও বাধ সাধে শ্রেয়সের ফিল্ডিং। অনবদ্য রান আউট করে বেন স্টোক্সকে সাজঘরে ফেরান শ্রেয়স। তার ছোঁড়া বল সরাসরি উইকেটে লাগে, আর তাতেই সাজঘরে ফেরেন ইংরেজদের সব থেকে বড় ভরসা বেন স্টোক্স, যিনি একার কাঁধেই বহু টেস্ট ম্যাচ জিতিয়েছেন দলকে। এছাড়াও স্লিপে রোহিত শর্মা, শুভমন গিলরা অত্যন্ত কম সময়ের মধ্যেও বেশ রিফ্লেক্স দেখিয়ে ক্যাচ নিয়েছেন। এহেন ফিল্ডিং দেখেই ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন ফিল্ডিং করে টি দীলিপ। রোহিতও খুশি ফিল্ডিংয়ে ম্যাচ ঘুড়িয়ে দেওয়ায়।