Special meeting in the department to keep electricity service uninterrupted across the state
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গোটা রাজ্যেই ব্যাপক গরম পড়েছে। রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। এরই মধ্যে রাজ্যের কয়েকটি জায়গায় লোড শেডিংএর খবর পাওয়া গেছে। এই গরমে যদি ২৪ ঘন্টা বিদ্যুৎ না থাকে, সেক্ষেত্রে মানুষের কতটা কষ্ট হতে পারে তা সকলেরই জানা। অত্যাধিক গরমে অধিকাংশ মধ্যবিত্তের বাড়িতেই এখন ইএমআই-তে এসি কেনার চল শুরু হয়েছে। ফলে বিদ্যুৎ ব্যয় হচ্ছে তুলনায় বেশি। সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্যই শনিবার বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিইএসসি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে সিইএসসি কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষাতেই তারা জানিয়ে দিয়েছেন এই গরমে যেন কোনভাবেই বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাত না ঘটে। শনিবার বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিইএসসি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে সিইএসসি কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষাতেই তারা জানিয়ে দিয়েছেন এই গরমে যেন কোনভাবেই বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাত না ঘটে।
যদিও রাজনৈতিকমহলের মতে এর অন্যতম কারণ অবশ্যই সামনে লোকসভা নির্বাচন। সারা বছরে ভালো কাজও নির্বাচনের আগে এসে আমজনতা ভুলে যেতে পারে সামান্য কারণে। সেই জন্যই বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। বাড়িতে নতুন এসির কানেকশন নেওয়া হলে সেক্ষেত্রে যেন জানানো হয় নির্দিষ্ট দপ্তরকে তাও জানানো হয়েছে বৈঠকের পর। এদিকে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় সন্ধ্যের পর লোড শেডিং হওয়া নিয়েও চিন্তায় বিদ্যুৎ সরবরাহ সংস্থার আধিকারিকরা। দ্রুত সেই সমস্যারও সমাধান করতে চলেছেন তারা।।