Arrest warrant issued against Rabindra Bharati University Registrar.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : একটি আদালত অবমাননা সংক্রান্ত মামলায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি তাঁকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শারীরিক অসুস্থতা জনিত কারণে আদালতের হাজির পারেননি রেজিস্ট্রার। তারপরই ওই নির্দেশ দেয় বিচারপতি কৌশিক চন্দ। যদিও সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে পাল্টা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। আপাতত তাঁকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অবসরকালীন বয়স সংক্রান্ত ওই মামলায় সোমবার রেজিস্ট্রারকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি হাজির হতে পারেননি। এরপরই বিচারপতি চন্দ নির্দেশে জানিয়ে দেন, রেজিস্ট্রারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। এবং তাঁকে বহিস্কারের পাশাপাশি এই মামলার জন্য কত খরচ হয়েছে তা অডিট করে দেখতে হবে। কিন্তু কোন মামলার জেরে এই নির্দেশ? অবসরকালীন বয়সের সমসসীমা নির্ধারণের দাবিতে মোট চারটি মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের দাবি, তাঁদের অধ্যাপক হিসাবে গণ্য করে বয়সের সময়সীমা নির্ধারণ করতে হবে। যদিও সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের পরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রেজিস্ট্রারের আইনজীবী অরুণাংশু চক্রবর্তী। তিনি দাবি করেন আধিকারিকদের সশরীরে হাজিরা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিঙ্গেল বেঞ্চ গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আপাতত রেজিস্টারকে অলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছে।