Modi mispronounced Rabindranath Tagore’s poem. Without hesitation, he apologized for his speech
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার পশ্চিমবঙ্গে একের পর এক সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার হাতিবাগান সংলগ্ন উত্তর কলকাতায় মেগা রোড শো ছিল প্রধানমন্ত্রীর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও মেগা সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যাদবপুর কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বারুইপুরে সভা করেন তিনি। তাপস রায়ের সমর্থনেও রোড শো ছিল তাঁর। ব্যাপক সাড়া মেলে তাঁর রোড শোতে। এরই মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ভুল উচ্চারণ করে ফেলেন তিনি। বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে, নিজের উচ্চারণের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। এক্ষেত্রে রাজনৈতিক মহলের মত, যদি তিনি উচ্চারণের জন্য ক্ষমার কথা না বলতেন, তাহলেই অন্য দলগুলো এই উচ্চারণের সমস্যা নিয়েই তাঁর কটুক্তি করত, যদি অবাঙালি হিসেবে এই সমস্যা থাকাটাই স্বভাবিক। সেই কারণেই মাস্টারস্ট্রোক দিলেন তিনি, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।