Team India aims to win the series on Sunday. Virat’s comeback
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। সিরিজে 1-0 ফলে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে রোহিত শর্মা রান না পেলেও দলের বাকিরা মোটের উপর ভালোই পারফরম্যান্স করেছেন। বোলিং ডিপার্টমেন্টও যথেষ্টই নজর কেড়েছিল। রবিবারের ম্যাচে রোহিত শর্মা অবশ্যই চাইবেন দলের কম্বিনেশন আরও একবার দেখে নিতে এবং অবশ্যই ব্যক্তিগত ভাবে রানের মধ্যে ফিরতে। গত ম্যাচে রান আউট হয়েছিলেন রোহিত শর্মা। এই ম্যাচে চাই বাড়তি সতর্কতায় খেলতে চান ভারতীয় অধিনায়ক। কারণ টিটোয়েন্টি বিশ্বকাপের আগে আর মাত্র দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচই বাকি রয়েছে এবং সেটাও আফগানিস্তানের সঙ্গে। ইন্ডোরের ম্যাচের আগে দলে সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টিকে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট। তিনি দলে এলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়তে পারেন তিলক বর্মা। কারণ বিরাট আসলে মিডিল অর্ডারে একজন ব্যাটারকে বসতেই হবে। এই ম্যাচ তাই বাড়তি সতর্কতা হবে।