Sangrami Joutho Manch threatens to paralyze government offices if Chief Minister Mamata Banerjee does not meet
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ২০২৩সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিলেন। যে ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল মহার্ঘ ভাতা তাতে একেবারেই খুশি নয় রাজ্য সরকারি কর্মচারী দের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ছেঁড় তারা পথে নামার যেমন হুঁশিয়ারি দিয়েছেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদি দেখা না করেন তাহলে অনশনের পথেই হাঁটবেন। সোমবার শহীদ মিনার ময়দানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে যৌথ মঞ্চের সদস্যরা জানিয়েছেন আগামী ১৯শে জানুয়ারি কলকাতায় মহা মিছিল করবেন। শুধু তাই নয় তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান। সেই আশা পূরণ না হলে রাজ্যের সরকারি দপ্তর গুলিতে অচলাবস্থা সৃষ্টি করারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবী,কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র পার্থক্য ৩৬ শতাংশের বেশি। কেন্দ্রের হারেই ডিএ-র দাবিতে ১৯ জানুয়ারি কলকাতায় রাস্তায় নামছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। শিয়ালদহ ও হাওড়া থেকে মিছিল আসবে শহিদ মিনার পর্যন্ত। ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি জানিয়েছেন তাঁরা। মঞ্চের আহ্বায়ক ভাস্কর বসু জানিয়েছেন, “এর আগে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছিলাম। বেরোয়নি কোন রফাসূত্র।লাভ হয়নি। তাই এবার তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সাথেই দেখা করতে চান।