Chief Minister Mamata Banerjee cancels district visit for secondary exams
রাজ্য
নিজস্ব সংবাদদাতা: কোন রাজনৈতিক দল পরীক্ষায় দিনগুলোতে করতে পারবে না। স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।বুধবার মুর্শিদাবাদে পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”পরীক্ষা চলাকালীন কাউকে বিরক্ত করব না। তিনি আরো জানিযেছেন বলেছেন, ”সব দল মিছিল-মিটিং করতেই পারে। তবে মনে রাখবেন, ২ তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। তার পরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাইমাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসই, সিবিএসই। তাই রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। আগামী ৬ই ফেব্রুয়ারি এবং ৭ই ফেব্রুয়ারি বাঁকুড়া এবং পুরুলিয়ার কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহ্পতিবার শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে আসবেন কলকাতায়। আমার রাস্তায় কর্মসূচি থাকবে না।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাধ্যমিক পরীক্ষার যুক্তি দেখিয়ে বীরভূমে রাহুল গান্ধীর পদযাত্রার অনুমতি আটকে দিয়েছে জেলা প্রশাসন। মমতা সেই সিদ্ধান্তকেই যেন কার্যত মান্যতা দিলেন এবং নিজের কর্মসূচি মুলতুবি রাখলেন।মালদা জেলায় থেকে আরো জানিয়েছেন, কেন্দ্রের ‘বঞ্চনার’ বিরুদ্ধে তিনি কলকাতায় অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসবেন।অম্বেডকরের মূর্তির সামনে একটিও স্কুল নেই। ওখানে আমরা শুধু বক্স বাজাব, মাইক বাজাব না এবং এটা আগে অনুমতি নিয়েছি।” সরস্বতী পুজোর পরে জেলার কর্মসূচি করবেনবলে জানান।