July 27, 2024 11:21 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 11:21 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধ্যমিকে টুকলি ও প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ গ্রহন করলো পর্ষদ,চালু হেল্পলাইন নম্বর।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

west bengal

নিজস্ব সংবাদদাতা: Madhyamik exam

ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক। এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। প্রতিবছর বেলা বারোটা থেকে শুরু হয় মাধ্যমিক। তবে এবার এগিয়ে এসেছে পরীক্ষার সময়। পরীক্ষা শুরু হবে বেলা ৯.৪৫ মিনিট থেকে, চলবে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে পারবে, প্রশ্নপত্র বিতরণ শুরু হবে বেলা ৯টা ৪৫ থেকে, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।প্রশ্ন পত্রের ওপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থীদের উপস্থিত খাতায় সই করার সময় নির্দিষ্ট স্থানে লিখতে হবে, ও নিজের উত্তরপত্রের ওপরে লিখতে হবে।

পরীক্ষাকেন্দ্র গুলিতে সিসিটিভি দ্বারা নজরদারি করা হবে। নকল বা প্রশ্ন ফাঁস রুখতে কড়া ব্যবস্থা গ্রহন করেছে পর্ষদ।মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত যে কোনও খুঁটিনাটি জানার পাশাপাশি এবং পরীক্ষার কোনও সমস্যার কথাও জানানো যাবে কন্ট্রোলরুম নম্বরে। সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮। এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন। আবার ইমেল মারফত যোগাযোগের জন্য একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও হেল্পলাইন নম্বরগুলি ব্যবহার করতে পারবেন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top