On the coldest day of the season, mercury dropped to 5 degrees in the state.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়েছে আজ মরশুমের শীতলতম দিন।আগামী দু-একদিনে রাজ্যে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে ১৬ তারিখের পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কারন ১৬ জানুয়ারি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। যার জেরে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৭ ও ১৮ তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গে।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শীতের দাপট থাকলেও তার পর থেকেই সে বেপাত্তা। যথেষ্ট গরম আবহাওয়া ছিল ২৫শে ডিসেম্বর বড়দিনে এবং ৩১শে ডিসেম্বর বর্ষবরণও । ১৭ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.৭ ডিগ্রিতে। স্বাভাবিকভাবেই তীর্থের কাকের মতো ঠান্ডার আশায় বসেছিল বঙ্গবাসী। গত ৪৮ ঘণ্টায় তাঁদের সেই আশাপূরণ হয়েছে। হাওয়া বদল হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যের।
বঙ্গে কতদিন শীত স্থায়ী হবে সেটা নিয়ে স্পষ্ট ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তর দিতে না পারলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী বেশ কয়েকদিনের মধ্যেই জলে ভিজবে রাজ্য ।