কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :- মঙ্গলবার সুপার কাপ অভিযান শুরু করছে কলকাতার দুই প্রধান। দুপুর দুটোয় কলিঙ্গ স্টেডিয়ামে মাঠে নামছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসির বিপক্ষে খেলতে নামবে লালহলুদ। আইএসএলে খুব ভালো জায়গায় না থাকলেও এখনও কার্লেস কুয়াদ্রাতের দল রয়েছে সুপার সিক্সের দৌড়ে। এছাড়া নকআউট প্রতিযোগিতার ক্ষেত্রে কার্লেস কুয়াদ্রাতের ক্যালকুলেটিভ ফুটবল অ্যাডভান্টেজ দিয়েছে ইস্টবেঙ্গলকে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবারের ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করতে চাইবে লালহলুদ। কারণ একই গ্রুপে রয়েছে আইএসএলের আরও দুই ক্লাব। মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। ফলে পরের রাউন্ডে যাওয়ার কাজটা অতটাও সহজ না পার্দো, মাহেরদের কাছে। ডিফেন্সে মাহের আসার পর থেকে লালহলুদের খেলা পুরো বদলে গেছে। বহু দিন পর ডিফেন্সে নেতৃত্ব দিয়ে অনেকটা জায়গা জুড়ে খেলার মতো ফুটবলার পেয়েছে লালহলুদ, যা এদানিং কালে ইস্টবেঙ্গলে ছিল বিরল। আইএসএলে একদম নিচের দিকে রয়েছে নিজামের শহরের দল। ধারাবাহিকতার ধারে কাছে নেই তারা। ফলে দুর্বল হায়দরাবাদের বিপক্ষে শুরুতেই মাঝমাঠ ধরে নিতে চাইবেন কার্লেস। সেক্ষেত্রে মিডফিল্ডে পাঁচ ফুটবলার খেলাবেন তিনি। সুপার কাপে শুরুতে গ্রুপ লেগ। পরে নকআউট। তবে গ্রুপ লেগ হলেও লালহলুদের টার্গেট তিন পয়েন্ট। ফলে ক্লেইটনকে সামনে রেখে দুই উইংগারকে বাড়তি ওয়ার্ক লোড নিতেই বলছেন ইশ্টবেঙ্গলের হেডস্যার। শুরুতে গোল তুলে নিলে নিউট্রাল ভেনুতে সুবিধা পাওয়া যাবে। তাই চেনা প্রতিপক্ষের বিপক্ষে শুরুতেই গোল চাইছেন কুয়াদ্রাত। এখন দেখার জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করতে পারে কিনা ইস্টবেঙ্গল।