IBarrackpore industrial area, businessman was stabbed,arrested 1, the area has spread excitement!
রাজ্য
নিজস্ব সংবাদদাতা : গত বেশ কয়েক দিন ধরে তোলা চেয়ে তাঁকে বিরক্ত করছেন স্থানীয় দুষ্কৃতী সোনু সাউ বলে অভিযোগ আসবাবপত্র ব্যবসায়ী গৌরব রায়ের।রবিবার কাজ বন্ধ করে দেন সোনু। তার পরেই এলোপাথাড়ি কোপ ব্যবসায়ীকে।তোলা চেয়ে না পাওয়ায় প্রথমে কাজের জায়গায় গিয়ে কাজে বাধা, তার পর ব্যবসায়ীকে মারধর করা হয়। এই ঘটনায়এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আসবাবপত্র ব্যবসায়ী গৌরব রায়ের পুলিশকে জানায় গত বেশ কয়েক দিন ধরেই তাঁকে বিরক্ত করছেন স্থানীয় যুবক সোনু সাউ। ব্যবসায়ীর অভিযোগ সরাসরি টাকা দাবি না করলেও আকারে-ইঙ্গিতে তোলা চেয়েছেন তার কাছে। গৌরব বাবু তোলা দিতে অস্বীকার করায় তাঁর কাজের জায়গায় গিয়ে কাজ বন্ধ করে দেয়।
আরও পড়ুন : কলকাতায় শব্দতাণ্ডব থামাতে গিয়ে ঘাড়ধাক্কা খেল পুলিশ
রবিবার সকালেও তেমনই ঘটনার কথা জানতে পেরে তিনি কাজের জায়গায় পৌঁছন। সেখানে গিয়ে দেখেন, সোনু কাজ বন্ধ করে রেখেছেন। এই নিয়ে সনুর সাথে কথা কাটাকাটি শুরু হয়, গৌরব বাবুর। তিনি কিছু বুঝে ওঠার আগেই ভোজালি দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকাবাসীরা তাড়া করলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। পরে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর থানার পুলিশ।তবে রবিবারের ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনা একটি বা দুটি নয় প্রায়শই ব্যবসা দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে এভাবেই তোলা চেয়ে হুমকির ফোন আসে।