Kolkata Knight Riders star opener Sunil Narine scored his first century in IPL 2024.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ২০২৪ আইপিএলে নিজের প্রথম শতরান করলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ওপেনার সুনীল নারিন। সচরাচর ব্যাটে এত রান আসে না। চোট খাটো ক্যামিও খেলেই চলে যান। কিন্তু এদিন ইডেনে ব্যাটে বিধ্বংসী পারফরম্যান্স করলেন নারিন। শতরান শুধু করলেন না, তার ব্যাটিং দাপটের সৌজন্যেই কেকেআর ইডেনে ২২৩ রান করল প্রথমে ব্যাট করে। ৫৬ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেন নারিন। এবারে যেন নবজন্ম হয়েছে এই ব্যাটারের। যখনই সুযোগ পাচ্ছেন ধামাকা ইনিংস খেলছেন। এদিন শুরুতেই আউট হয়ে গেছিলেন ফিল সল্ট। দলের বাকিরা সেরকমভাবে কেউই নজর কাড়তে না পারেনি। অবশ্য যতটা সম্ভব লড়ে গেছিলেন অংক্রিশ রঘুবাংশী। কিন্তু কে খেলল না খেলল তাতে নারিনের কি বা যায় আসে? ১০৯ রানের ইনিংসে মারলেন ৬টি ওভার বাউন্ডারি আর ১৩ টি বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৯৭। কলকাতা নাইট রাইডার্সের তিনিই প্রথম ক্রিকেটার এত বছরের ইতিহাসে যিনি ইডেন গার্ডেনসে শতরান করলেন। এর আগে ভেঙ্কটেশ আইয়ার, এবং তারও আগে ব্রেন্ডন ম্যাক কালাম শতরান করলেও তা ছিল কলকাতার বাইরে। ইডেনে নাইটদের প্রথম শতরান এল সুনীলের হাত ধরে। বল হাতেও নিলেন গুরুত্বপূর্ণ উইকেট।