Ravi Shastri, the former coach of Team India, received the Lifetime Achievement Award from the board
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বিসিসিআইয়ের তরফে জমকালো অনুষ্ঠানে প্রদাণ করা হল নামান অ্যাওয়ার্ড। হায়দরাবাদে জমকালো অনুষ্ঠানে ক্রিকেটার এবং প্রাক্তন ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হল বর্ষসেরাদের পুরস্কার। স্রেফ এক বছরের জন্যই নয়, বিগত কয়েক বছরের সেরা ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই খেলোয়াড়দের বর্ষসেরা পুরস্কার দিল বিসিসিআই। বোর্ডের তরফে জীবন কৃতি সম্মান পেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। জীবনের অন্যতম সেরা মূহূর্ত পুরস্কার পেয়ে বললেন রোহিত, বিরাটদের প্রাক্তন হেড স্যার। একইভাবে ফারুখ ইঞ্জিনিয়ারকেও জীবনকৃতি সম্মান প্রদান করা হয় বোর্ডের তরফে।বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয় গত চার বছরের। এর মধ্যে ১৯-২০ মরসুমের সেরা ক্রিকেটার হন মহঃ সামি, ২০-২১ সালে সেরা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ২০২১-২২ মরসুমের সেরা ক্রিকেটার যশপ্রীত বুমরাহ এবং গত মরসুমের সেরা ক্রিকেটার হন শুভমন গিল। পুরো জেট ব্ল্যাকে ড্রেসে জমকালো অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রোহিত বাহিনি। ছিলেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররাও। আসেন ইংরেজদের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। বো সভাপতি রজার বিনি, বোর্ড সচিব জয় শাহসহ ভারতীয় তারকা ক্রিকেটাররা পুরস্কার তুলে দেন। মহিলাদের বিভাগে গত চার বছরের পুরস্কার ভাগাভাগি করে নেন দীপতি শর্মা এবং স্মৃতি মন্ধনা।