দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি20 সিরিজ। এই সিরিজকেই বলা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছে অ্যাসিড টেস্টের সিরিজ। কিন্তু প্রথম টি20 ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ম্যাচের কয়েক ঘন্টা আগেই এই খবর জানালেন কোচ রাহুল দ্রাবিড়। ব্যক্তিগর কারণ দেখিয়ে প্রথম টি20 ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এই সিরিজ দিয়ে বহুদিন পর টি20 ফরম্যাটে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট। কিন্তু তার আগেই সরে দাড়ালেন কোহলি। অবশ্য দ্রাবিড় জানিয়েছেন দ্বিতীয় ম্যাচ থেকে ফিরবেন কোহলি। ঠিক কি কারণে তার সরে দাড়ানো, সেটা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য সিরিজ শুরুর আগেই বিরাটের কাছে নির্বাচকদের পক্ষ থেকে বার্তা পৌঁছে গেছে তার কাজ ঠিক কি। বিরাট, রোহিতকে দলে নেওয়ার পর আগরকারের নেতৃত্বাধিন নির্বাচক কমিটির দিকে প্রশ্ন উঠছিল। তাই কোনওরকম বিতর্ক এড়াতেই বিরাটকে তার কাজ বুঝিয়ে দিয়েছিলেন নির্বাচক কমিটির সদস্যরা। আফগানিস্তান দল ভারতের তুলনায় কোনওদিক থেকে শক্তিশালি নয়, এটা ঠিক। কিন্তু তাদের বোলিং লাইন আপ যখন তখন, তাবর তাবর ক্রিকেটারদেরই চাপে ফেলে দিতে পারে। তাই আফগানদের বিপক্ষেও বা়ড়তি সতর্ক রোহিত, গিলরা। এই সিরিজে উইকেটরক্ষকের ভুমিকায় দেখা যেতে পারে জীতেশ শর্মাকে। যিনি গত সিরিজে মেন ইন ব্লুজের জার্সিতে ভালোই খেলেছিলেন।তবে বিরাটের অনুপস্থিতিতে দলে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলতে দেখা যেতে পারে আরেক উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে। এদিকে চোটের জন্য ভারতের বিপক্ষে সিরিজে নেই আফগান স্পিনার রশিদ খান। এদিকে রিঙ্কু সিং থাকছেন ফিনিশারের ভুমিকায়। বোলিংয়ে থাকছেন মুকেশ কুমার, অর্শদীপ সিং। স্পিনার হিসেবে থাকবেন কুলদীপ যাদব।