December 12, 2024 1:40 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 1:40 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার সিরিজের শেষ টি20 ম্যাচ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#T20#match#last#series#wednessday#

Wednesday is the last T20 match of the series.India-Afghanistan will play at the Chinnaswamy Stadium in Bengaluru on Wednesday.

বিদেশ

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বুধবার বেঙ্গালুরুতে চিন্নাস্বামি স্টেডিয়ামে মাঠে নামবে ভারত-আফগানিস্তান। ইতিমধ্যেই টি20 সিরিজ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। ফলে খুব স্বাভাবিকভাবেই তৃতীয় টি20 ম্যাচ ভারতীয় দলের কাছে শক্তি যাচাইয়ের ম্যাচ। এছাড়া নিজেদের অ্যাগ্রেসিভ ব্যাটিংও তৃতীয় ম্যাচে একবার দেখে নিচে চাইছেন ভারতীয় ব্যাটাররা। কারণ এরপর টি20 বিশ্বকাপের আগে পর্যন্ত আর কোনও টি20 সিরিজই নেই। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ব্যাটিং লাইন আপ ঠিক কোন জায়গায় রয়েছে সেটা বোঝার জন্য ভালো পারফরমেন্স দরকার তৃতীয় ম্যাচে। বুধবারের ম্যাচে কয়েকটি পরিবর্তন হতে পারে, যদিও রোহিত শর্মাই ওপেন করবেন। তার ওপর যাতে কোনওরকম চাপ না পড়ে, সেদিকে নজর দিতে গিয়ে তাকে আবারও সুযোগ দেওয়া হবে। এদিকে জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মার মতো জুনিয়ররাও কতটা নিজেদের মেলে ধরতে পারেন তাও দেখা হবে। কারণ শিবম দুবে দুই ম্যাচেই নজর কেড়েছেন। সেই তুলনায় জীতেশরা অতটাও নজর কাড়তে পারেননি। তবে টি20 বিশ্বকাপের স্কোয়াডে ঢুকতে গেলে স্রেফ আইপিএলে ভালো খেললেই হবে না। সেই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো খেলতেও হবে। নিজেদের প্রতিষ্ঠা করতে হবে দলের অপরিহার্য অঙ্গ হিসেবে। তাই বুধবারের ম্যাচ যেমন আফগানিস্তানের কাছে মর্যাদা রক্ষার ম্যাচ তেমন ভারতীয় দলের জুনিয়রদের কাছেও নিজেদের প্রমাণের ম্যাচ। বিশেষত মিডল অর্ডারে ভারতীয় দলে এত বেশি অপশন রয়েছে, সেখানে সুযোগ পাওয়া বেশ কঠিন। কারণ বিরাট কোহলিকে বাদ দিলে শুভমন গিল তিনে ব্যাটিং করতে পারেন। সুর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা রয়েছেন মিডল অর্ডারে। আছেন হার্দিক পান্ডিয়াও। এদিকে লড়াইয়ে রয়েছেন রিঙ্কু সিংব ফলে শিবম দুবে, তিলক বর্মা, জীতেশ শর্মাদের কাছেও পরীক্ষা যথেষ্ট কঠিন। কারণ নির্বাচকদের মন জিততে গেলে ধারাবাহিক ভালো খেলতে হবে। তারই সিড়ি হিসেবে আইপিএলের আগে তৃতীয় টি20 ম্যাচ থেকেই ধারাবাহিকতা দেখানো শুরু করতে হবে। এখন দেখার বুধবার ম্যাচ নজর কাড়তে পারেন কোন ক্রিকেটাররা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top