worshiped at Mahakal Mandir in Ujjain before the match on Wednesday.
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : সামনে রয়েছে টি20 বিশ্বকাপ। বহুদিন হয়ে গেছে বিশ্বকাপ জেতেনি ভারত। আর টি20 বিশ্বকাপের দলে সুযোগ পেতে গেলে করতে হবে ভালো পারফরমেন্সও। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরই ভারতীয় ক্রিকেটাররা ছুটলেন উজ্জয়িনের মহাকাল মন্দীরে পুজো দিতে। কথায় আছে, এখানে পুজো দিলে ইশ্বর খালি হাতে কাউকে ফেরান না। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা পুজো দিতে গেছিলেন গত বছর। এরপরই আসে বিরাটের ব্যাটে শতরানের বন্যা। ফর্ম হারিয়ে সস্ত্রীক লোকেশ রাহুলও গেছিলেন এখানে পুজো দিতে। খারাপ সময় কাটিয়ে উঠেছেন তারপরই। এবার ভারতীয় দলের চার ক্রিকেটার রবি বিশনৈ, ওয়াসিংটন সুন্দর, জীতেশ শর্মা এবং তিলক বর্মা গেলেন পুজো দিতে। গতবার আইপিএলের সময় রিঙ্কু সিং গিয়েছিলেন পুজো দিতে। তারপর থেকে ব্যাটিংয়ে তিনি হয়ে উঠেছেন কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় দলের প্রধান ভরসা। ভোর বেলায় উঠেই মহাকালেশ্বর মন্দীরে পুজো দিতে যান ভারতীয় দলের ক্রিকেটাররা। বুধবার বেঙ্গালুরুতে রয়েছে সিরিজের শেষ টি20 ম্যাচ।