Rohon Bopanna became the oldest tennis player in men’s doubles to become world number one.
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ইতিহাস লিখলেন রোহন বোপান্না। পুরুষদের ডবলসে সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর স্থান দখল করলেন বোপান্না। কোয়ার্টার ফাইনাল জিতেই এক নম্বর ডবলস খেলোয়াড় হয়েছিলেন। এবার র়ড লেভার এরিনাতে সেমিফাইনালে ঝাং-মাচাক জুটিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন বোপান্না। খেলার ফল ৬-৩, ৩-৬, ৭-৬। ফাইনাল সেটে টাইব্রেকারে গিয়ে ম্যাচ জিতে নেন বোপান্না-এবদেন জুটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালির বোলেলি-ভাভাসোরি জুটি। টুর্নামেন্ট শুরুর সময়ই বলেছিলেন তিনি স্বপ্ন দেখছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হওয়ার। বয়স বাড়লেও তিনি প্রমাণ করলেন, সেটা তার কাছে নেহাতই এক সংখ্যা মাত্র। সচিন তেন্ডুলকর যদি শেষ বয়সে বিশ্বকাপ জিততে পারেন, লিয়েন্ডার পেজ যদি ৪০ পেরিয়েও বোলে বোলে গ্র্যান্ডস্লাম জিততে পারেন, তাহলে তার কাছেও ৪৩ বছর বয়সে এসে বিশ্বের এক নম্বর ডবলস টেনিস খেলোয়াড় হয়ে ওঠাও অসমভব নয়। সেটাই প্রমাণ করলেন বেঙ্গালুরুর ছেলে রোহন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন জকোভিচ, সানিয়া মির্জারাও।