Keeping Bilkis Banu in front, Trinamool Congress women’s brigade wants to reach house to house.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারে নি। তবে বিহার রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে। শনিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খাগড়ার ডাকে ফের একবার বৈঠক বসলো তবে সেটা ভার্চুয়াল। গোধরা কাণ্ডে বিলকিস বালুর উপর ধর্ষণ অত্যাচার ঘটনায় অভিযুক্তদের আজীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু গুজরাট সরকার বিলকিস বানু মামলায় প্রত্যেককেই জেল মুক্ত করেছিল। গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিলকিস বানু। দেশের শীর্ষ আদালত যে সমস্ত অভিযুক্তদের মুক্তি দিয়েছিল গুজরাট সরকার সেই সকল অভিযুক্তকে আত্মসমর্পণ করা নির্দেশ দেয়।
২৪এ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ তৃণমূল কংগ্রেস তারা এবার রাজ্যের প্রতিটা ঘরে পৌঁছে যেতে চাইছেন। মন্ত্রী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের জানিয়েছেন যেভাবে গুজরাটে মহিলাদের উপরে আক্রমণ, ধর্ষণের মত ঘৃণ্য কাজ করা হয়েছে সেটাকেই এবার হাতিয়ার করে এগোতে চাইছে তৃণমূলের মহিলা কংগ্রেস। পাশাপাশি তিনি এও জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক যে জনদরদী প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প গুলো এবার প্রতিটা ঘরে ঘরে তুলে ধরা হবে। শনিবার তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা বিধায়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন বিজেপি আদতে কি এবং মহিলাদের উপরে তাদের কি মনোভাব সেই বিষয়টাই বাংলার প্রতিটি মহিলার কাছে পৌঁছে তারা জানাবেন।