Tamluk policeman in controversy after bowing to BJP candidate Abhijit Gangopadhyay’s feet
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তমলুকের এক পুলিশ আধিকারিক। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি দেখেই শুরু বিতর্ক।
গত ৩ এপ্রিল, তমলুকে প্রচারে যান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থীর শৌচালয় ব্যবহারের দরকার পড়ে। তমলুক পুলিশ টেলিকম থানার আধিকারিক অব্ধেশ সিংয়ের বাড়ি ওখানেই ছিল। অনুরোধে সাড়া দিয়ে বাড়ির শৌচালয় ব্যবহার করতে দেন তিনি। বাড়ির সকলেই অভিজিৎবাবুকে প্রণাম করেন। তিনিও পায়ে হাত দিয়ে প্রণাম করেন বলেই জানান ওই পুলিশ আধিকারিক। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি তাঁর।
এই ঘটনার নিন্দায় সরব তৃণমূল। তৃণমূল হইচই করলেও এই ইস্যুকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী তথা বিধায়িকা তাপসী মণ্ডল বলেন, ওই সময় ওই অফিসার অন ডিউটিতে ছিলেন না। তাই ব্যক্তিগতভাবে তিনি সম্মান দেখিয়ে কাউকে প্রণাম করতেই পারেন। তাতে বিতর্ক কিংবা অন্যায় কিছু নয়।