“MLA Madan Mitra is losing consciousness again and again”, was rushed to the hospital
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আবারও হাসপাতালে ভর্তি কামারহাটির বিধায়ক মদন মিত্র। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল বিধায়ককে। মাঝরাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।শুক্রবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। রাতে পরিস্থিতি জটিল হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র দিন কয়েক আগেই কিডনির সমস্যা ও নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে এসএসকেএম হয়ে ছিলেন।বাড়িতে ফিরলেও অত্যন্ত দুর্বল ছিলেন বিধায়ক। উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ক্রমশ হিমোগ্লোবিন কমতে শুরু করে। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও কমেছিল। একই কথা বারবার বলার মত সমস্যা দেখা দেয়। আবার, পিঠের একটি হাড় ভেঙেছে বলেও সন্দেহ করা হচ্ছে। শহরে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে বেড থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল বিধায়ক মদন মিত্রের।
কামারহাটির বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সমস্যা ক্রমশ বাড়তে থাকায় এ দিন বিকেলে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁকে কেবিনে রাখা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদনকে দেখছেন। হাসপাতাল সূত্রে খবর,মাঝরাতে আইসিইউতে দেওয়া হয়েছে কামারহাটির বিধায়ককে।