The power of Corona is increasing! CM Mamata Banerjee advises the people of the state to use masks
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : এ যেন বারে বারে ফিরে আসা!২০২০ সালের শুরুতে করোনা র এতটাই দাপট ছিল যে ঘরবন্দি হতে হয়েছিল দেশবাসীকে। কেন্দ্র রাজ্যের একাধিক নির্দেশ মানুষকে মেনে চলতে হয়েছিল। তার পর ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে এসেছে। টিকাকরণ হয়েছে। দাপট কমেছে করোনার। একবছরের ব্যবধানে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা মারণ ভাইরাস। রাজ্যের স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান বলছে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২৪৯। গত ২৪ ঘণ্টায় রাজ্যবাসী আক্রান্ত হয়েছেন ৪০ জন। বৃহস্পতিবার নবান্নে রাজ্যবাসীকে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলোর কাছে আবেদন আইসিসিইউ গুলো একটু স্যানিটাইজ করুন। সবাই মাস্ক পরুন। একটু সতর্ক থাকতে হবে কারণ আবার নতুন করে কিছু কিছু জায়গায় কোভিডের নতুন ভ্যারিেন্ট দেখা যাচ্ছে। আমাদের এখানে ও কেরালাতেও কিছু খবর সামনে এসেছে। করোনা যাতে ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রাখুন।
সবাইকে বলব যতটা পারবেন ততটা সতর্ক থাকুন। এটা বিশেষ করে ছড়াচ্ছে প্রাইভেট হেসরকারি হাসপাতাল গুলোর আইসিইউ থেকে। ওরা হয়তো খুব একটা বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে না। আমাদের সরকারি হাসপাতাল গুলোতে যেমন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। আমি আমার নিজের পরিবারের দুইজন সদস্যকে হারিয়েছি করোনার কারণে। সতর্কতা তাই এখন থেকেই নিতে হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই,কিন্তু সতর্ক থাকতে হবে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।