The registrar of Rabindra Bharati University has now approached the Supreme Court challenging the dismissal order
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বহিস্কারের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র। এর আগে একটি আদালত অবমাননা মামলায় তাঁকে বহষ্কারের নির্দেশ দিয়েছিল বিচারপতি কৌশিক চন্দর সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুবীর মৈত্র।
মামলাকারী পার্থ ঘোষ নামে এক বাদ্যযন্ত্রী শিক্ষকের অভিযোগ ছিল, ১৯৮৫ সালের বিধি অনুযায়ী তাঁকে অধ্যাপক সমতুল গণ্য করে অবসরের সময়সীমা নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে তাঁর অবসরের বয়সসীমা ৬৫ বছর হওয়া উচিত তা সত্ত্বেও তাঁকে ৬০ বছরে অবসরের চিঠি ধরানো হচ্ছে। এই মামলাতেই আদালতের নির্দেশ না মানায় রেজিস্ট্রারকে বহিস্কারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি চন্দ। সেই মত তাঁকে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রেজিস্ট্রার। রেজিস্ট্রারের আইনজীবী অরুনাংশু চক্রবর্তী জানিয়েছেন, একটি আদালত অবমাননার মামলার বহিস্কারের নির্দেশ দিতে পারে না সিঙ্গল বেঞ্চ। তাছাড়া রেজিস্ট্রারের কোনও বক্তব্য না শুনেই ওই নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।