দেশ
রণজির ম্যাচে পয়েন্ট নষ্ট বাংলার। রণজি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে বড় রান করেও লাভ হল না বাাংলার। অন্ধ্র প্রদেশের বিপক্ষে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ায় মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলা দলকে। মনোজদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্ধ্র প্রদেশ করে ৪৪৫ রান। ফলে প্রথম ইনিংসে লিড নেয় অন্ধ্র। বাংলার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মহঃ কাইফ। ২টি করে উইকেট আকাশদীপ, করন লাল এবং ইশান পোড়েলের ঝুলিতে। প্রথম ইনিংসে বড় রান করায় আশা করা হয়েছিল হয়ত ৪০৯ রানের মধ্যেই অন্ধ্রকে গুটিয়ে দেবে বাংলার বোলাররা। কিন্তু মুকেশ কুমারের অনুপস্থিতিতে তেমন নজর কাড়তে ব্যর্থ হলেন বোলাররা। উইকেট থেকে বোলাররা সুবিধা পেলেন না বটে। কিন্তু তৃতীয় দিনে উইকেট যেভাবে কাজ লাগানোর কথা ছিল, তেমনটাও পারলেন না বোলাররা। শেষ পর্যন্ত ৪৪৫ রান করে প্রথম ইনিংস শেষ হয় অন্ধ্র প্রদেশের ইনিংস। বাংলার হয়ে শতরান করেছিলেন অনুষ্টুপ মজুমদার। পাল্টা অন্ধ্রের হয়ে শতরান করেন রিকি ভুই। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলা দলকে।