Central state on the way to conflict again!
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : একাধিক ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক দেশ এক নির্বাচন নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের দেশের সর্বভারতীয় ধর্ম। একসঙ্গে নির্বাচন করলে আমার কি আমায় তো একবার খাটতে হবে কিন্তু যদি কোন সরকার পড়ে যায় তখন কি হবে ? এটাতো অনেকটা প্রেসিডেন্সিয়াল ফ্রম অফ ইলেকশন।ভারত সরকার যদি পড়ে যায় কোন কারনে, তখন কি বারবার অন্যান্য রাজ্য সরকার গুলো সব পড়ে যাবে সেখানে তো ইলেকটেড সরকার রয়েছে। যে শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে আমি সেটাতে সহমত জানাই কিন্তু এটা বাস্তবিক স্তরে করা কোন মতেই সম্ভব নয়। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তো এটা তো সম্ভব নয়।রাম মন্দিরের উদ্বোধনে যাবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী।