As the sting operation unfolds, a woman from Sandeshkhali wants to withdraw the complaint
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে আসতে আসতে স্বস্তি পাচ্ছে শাসক দল। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্ব পর্যন্ত বেশ চাপে ছিল তাঁরা। কিন্তু বিজেপির মন্ডল সভাপতির স্টিং অপারেশন সামনে আসতেই কিছুটা লড়াইয়ের জমি ফিরে পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এসএসসির নিয়োগ দুর্নীতি ইসুতেও পায়ের তলার মাটি আপাতত শক্ত রয়েছে রাজ্যের শাসক দলের। এরই মধ্যে সামনে এল সন্দেশখালির আরেক মহিলার বক্তব্য, যেখানে সেই মহিলাও পুলিশে জানানো অভিযোগ তুলে নিতে চান বলে জানিয়েছেন। তিনি বলেছেন, না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল তাঁদের। যদিও তাঁর আঙুল যাদের দিকে, তাঁরা দাবি করেছেন তৃণমূলের চাপেই হয়ত এই অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হচ্ছেন অভিযোগকারি। সেই নির্যাতিতা নিজের ইচ্ছাতেই নাকি রেখা পাত্রের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। সন্দেশখালির স্টিং অপাপেরশনে গঙ্গাধর কয়ালের বক্তব্য প্রকাশের পরই এই মহিলা অভিযোগ প্রত্যাহার করতে চেয়েছেন বলে জানা যাচ্ছে।