kolkata
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:উত্তর দমদম পুরসভা এলাকার অন্তর্গত গোরাবাজার অঞ্চলে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনার ছড়িয়ে এলাকায়। ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের। তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। পরিবার সূত্রের খবর গোরাবাজার অঞ্চলে নিজস্ব বাড়িতে একাই থাকতেন বছর ৬৮ বৃদ্ধা তারা শর্মা। মঙ্গলবার সকালে তাকে এলাকাতেও দেখা যায়। এরপর থেকেই তার কোন খোঁজ মিলছিল না। বৃদ্ধার মেয়ে বারংবার ফোন করার পরও যোগাযোগ করতে না পারায়, বাড়িতে ছুটে আসেন। এরপরেও সাড়া না দেওয়া দমদম থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে। বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, তার ফলে তার মৃত্যু ঘটেছে। কি কারনে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। লুটের উদ্দেশ্যে খুন নাকি অন্য কোন রহস্য রয়েছে তার তদন্ত পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমদম থানার পুলিশ। মাস ছয়েক আগে বৃদ্ধার স্বামী মারা যান। বৃদ্ধার স্বামী অশোক শর্মা একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।